Sambad Samakal

Kolkata HC: বেআইনি নির্মাণে আরও কড়া হাইকোর্ট! বন্ধ জল-বিদ্যুৎ, জরিমানা ১ কোটি!

Apr 3, 2024 @ 6:49 pm
Kolkata HC: বেআইনি নির্মাণে আরও কড়া হাইকোর্ট! বন্ধ জল-বিদ্যুৎ, জরিমানা ১ কোটি!

বেআইনি নির্মাণ বন্ধে আরও কড়া কলকাতা হাইকোর্ট! বুধবার বিধাননগরের দুটি বেআইনি আবাসনে জল ও বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এমনকী দুই নির্মাতাকে ১ কোটি টাকা হাইকোর্টের রেজিস্ট্রিতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন বিচারপতি সিনহা নির্দেশ দেন, আগামী ৩০ দিনের মধ্যে বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের ওই আবাসন খালি করে দিতে হবে বাসিন্দাদের। তারপরে বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু করতে পারবে পুরসভা। এছাড়াও, আবাসনের দুই নির্মাতা আর কোনও বাড়ি কেনা-বেচা বা ডেভলপ করার কাজ করতে পারবেন না আপাতত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে বিধাননগর পুরসভা। ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহা নিজের পর্যবেক্ষণে বলেন, “গার্ডেনরিচের ঘটনার পরে বেআইনি নির্মাণ রুখতে আমাদের আরও কড়া পদক্ষেপ নিতে হবে।”

Related Articles