Sambad Samakal

Weather: তীব্র অস্বস্তিকর গরম, তাপপ্রবাহের ‘হলুদ’ সতর্কতা জারি কোন কোন জেলায়?

Apr 3, 2024 @ 9:40 am
Weather: তীব্র অস্বস্তিকর গরম, তাপপ্রবাহের ‘হলুদ’ সতর্কতা জারি কোন কোন জেলায়?

বুধবার সকাল থেকেই তীব্র অস্বস্তিকর গরমের অনুভূতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদের তেজও বাড়বে। সন্ধ্যের পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হবে। আর্দ্রতাজনিত তীব্র অস্বস্তি বজায় থাকবে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯১ শতাংশ।

Related Articles