Sambad Samakal

Arjun Sing: সিসি ক্যামেরায় নজরবন্দি করেছে প্রশাসন! আদালতে কী দাবি অর্জুনের?

Apr 3, 2024 @ 8:36 pm
Arjun Sing: সিসি ক্যামেরায় নজরবন্দি করেছে প্রশাসন! আদালতে কী দাবি অর্জুনের?

সিসি ক্যামেরায় তাঁকে নজরবন্দি করেছে প্রশাসন! রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগেই এবার আদালতের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। উনিশের লোকসভায় তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। বিজেপির টিকিটে প্রার্থী হয়ে জিতে সাংসদও হন। ২০২২ এ তিনি আবার ঘাসফুল শিবিরে ফিরে আসেন। তাঁর দাবি, এবারের লোকসভা ভোটে তাঁকে ব্যারাকপুর থেকেই টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। কিন্তু শেষমেশ তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ফের শিবির বদলে বিজেপিতে যোগ দেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। এবারেও। ব্যারাকপুরে গেরুয়া শিবিরের প্রার্থী তিনিই। অর্জুনের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁর বাড়ির আশেপাশে ৮২টি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। তাঁর বাড়িতে কারা যাতায়াত করছেন, তাঁদের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছে রাজ্য। এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন সিং। বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে জানা গিয়েছে। হাইকোর্ট সূত্রে খবর, আগামী সপ্তাহের মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা।
অর্জুন সিং বলেন, “আমার বাড়ির আশেপাশে ৮২টি ক্যামেরা। মানে, আমার প্রত্যেকটা গতিবিধিকে রেইকি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সাধারণ মানুষ থেকে কার্যকর্তা যাঁরাই দেখা করতে আসছেন, তাঁদেরও বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে।”

Related Articles