সন্দেশখালি কাণ্ডে রাজ্যের শাসক দলকে নিশানা করল কলকাতা হাইকোর্ট! বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে সন্দেশখালি কাণ্ডে দায়ের হওয়া চারটি জনস্বার্থ মামলার শুনানি হয়। শাসক দলের পাশাপাশি রাজয় সরকারেরও তুমুল সমালোচনা করেন হাইকোর্ট।
এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যের কোনও নাগরিক যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে তার দায় শাসক দলকে নিতে হবে। দুষ্কৃতিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠা সত্ত্বেও কেন প্রশাসন এতদিন কোনও সদর্থক পদক্ষেপ নেয়নি, সেই বিষয়েও প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট।