আদতে নিজের ক্ষমতা লঙ্ঘন করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ কাণ্ডে রাজভবনকে কড়া বার্তা দিয়ে এমনই অভিযোগ আনল রাজ্য। পাল্টা নবান্নের অভিযোগ, রাজ্যপাল রাজ্যের ক্ষমতাকে খাটো করার চেষ্টা করেছেন।
এবিষয়ে বিবৃতি জারি করেছে রাজ্য। সেখানে রাজ্য লিখেছে, “মাননীয় রাজ্যপাল রিপোর্ট কার্ডের মাধ্যমে আচার্যের ক্ষমতা, রাজ্য সরকারের ক্ষমতা এবং বিভিন্ন বিধি দ্বারা প্রদত্ত ক্ষমতা লঙ্ঘন করে রাজ্য সরকার এবং রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কার্যকারিতাকে খর্ব ও দখল করতে চেয়েছেন।” রাজ্যের অভিযোগ, “রিপোর্ট কার্ড এটি স্পষ্ট করেছে যে, আচার্য শুধুমাত্র বিধিবদ্ধ বিধানগুলোকেই অগ্রাহ্য করেননি, মুলতুবি কার্যধারার ফলাফলের জন্য অপেক্ষা করতেও ব্যর্থ হয়েছেন।” ক্ষোভ উগরে রাজ্যের অভিযোগ, “আচার্য তথা রাজ্যপাল বিধিবহির্ভূত ভাবে রাজ্যের উচ্চশিক্ষাকে ধ্বংস করছেন এবং পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন।”
