ভোটের আগে রেপো রেট অপরিবর্তিতই রাখল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার মানিটরি পলিসি কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। ফলে আগামী ত্রৈমাসিকে আগের মতই থাকবে রেপো রেটের পরিমাণ।
প্রসঙ্গত, এই মুহূর্তে রেপো রেট রয়েছে ৬.৫ শতাংশ। অনেকেই আশা করেছিলেন ভোটের আগে আম জনতাকে স্বস্তি দিতে রেপো রেটের পরিমাণ কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। তবে সেই পথে না হেঁটে আপাতত স্থিতাবস্থাই বজায় রাখল কর্তৃপক্ষ। এই নিয়ে একটানা সাত বার অপরিবর্তিত রইল রেপো রেট। ফলে সুদের বোঝা থেকে আম জনতা নতুন করে কোনও স্বস্তি পেল না। উল্টোদিকে নতুন করে কোনও সুদের বোঝাও চাপল না।