নৈহাটি থানা আয়োজিত সমন্বয় বৈঠকে যোগ দিয়ে এলাকাবাসীর কাছে অস্ত্রবিহীন রামনবমী পালনের আবেদন রাখলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। বৈঠকে
নৈহাটি থানার আইসি দেবাঞ্জয় সেন জানালেন, আসন্ন লোকসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি লাগু থাকায় এবার রামনবমীতে অস্ত্র মিছিল হবে না।” উল্লেখ্য, নৈহাটি পুলিশ প্রশাসন ও পুর প্রশাসনের যৌথ চেষ্টায় গতবারেও রামনবমীতে অস্ত্রবিহীন মিছিলের সাক্ষী ছিলেন এলাকার মানুষ।
শনিবার নৈহাটির সমরেশ বসু কক্ষে এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটির অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পার্থ মণ্ডল, নৈহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল কানাইলাল আচার্য্য, পার্থপ্রতিম দাশগুপ্ত, রাজেন্দ্র গুপ্তা প্রমুখ।