Sambad Samakal

TET 2014: ২০১৪ সালের টেট নিয়োগ বাতিলের হুঁশিয়ারি! সিবিআই-পর্ষদকে কী নির্দেশ হাইকোর্টের?

Apr 9, 2024 @ 6:01 pm
TET 2014: ২০১৪ সালের টেট নিয়োগ বাতিলের হুঁশিয়ারি! সিবিআই-পর্ষদকে কী নির্দেশ হাইকোর্টের?

২০১৪ সালের টেট নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা! সঠিক ওএমআর উত্তরপত্র না চিহ্নিত করতে পারলে আদালত কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে।

এদিন ২০১৪ সালের টেট নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সিবিআইয়ের তদন্তকারীরা জানান, সঠিক ওএমআর শিট এখনও চিহ্নিত করা যায়নি। এমনকী পর্ষদের পক্ষ থেকেও তা নিশ্চিত করে বলা হচ্ছেনা। একথা শোনার পরেই ক্ষুব্ধ বিচারপতি মান্থা মন্তব্য করেন, তাহলে গোটা নিয়েগ প্রক্রিয়ায়ই বাতিল করে দেওয়া হতে পারে। চলতি মাসের শেষে পুনরায় এই মামলার শুনানি হবে। তারমধ্যে যথাযথ পদক্ষেপ নিতে হবে সিবিআই ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে।

Related Articles