এনআইএ-বিজেপি আঁতাত ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে ফের রাজভবনে যেতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যেয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখোমুখি হতে চলেছে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল।
তৃণমূল সূত্রে খবর, এনআইএ-বিজেপি আঁতাত, সহ দিল্লিতে দলীয় সাংসদদের হেনস্তা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন তাঁরা। সঙ্গেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যাবহার ও ইডি-সিবিআই-এনআইএ’র প্রধানদের বদলির দাবিও রাজ্যপালের সামনে তুলে ধরবেন অভিষেকরা। এখন দেখার এই বিষয়ে শেষপর্যন্ত কী অবস্থান নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।