Sambad Samakal

Ramnavami: নিষিদ্ধ অস্ত্র-ডিজে! রামনবমীর মিছিলে অনুমতি দিয়ে আর কী কী শর্ত হাইকোর্টের?

Apr 15, 2024 @ 5:29 pm
Ramnavami: নিষিদ্ধ অস্ত্র-ডিজে! রামনবমীর মিছিলে অনুমতি দিয়ে আর কী কী শর্ত হাইকোর্টের?

সম্পূর্ণ নিষিদ্ধ অস্ত্র প্রদর্শন, ডিজে! রামনবমীর মিছিলে অনুমতি দিতে গিয়েছে এমনই শর্ত আরোপ করল কলকাতা হাইকোর্ট। শ্রীরামপুর থেকে হাওড়া পর্যন্ত রামনবমীর মিছিলের রুট পরিবর্তন জন্য আয়োজকদের নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের তরফে। পাল্টা হাইকোর্টের দারস্থ হন আয়োজকরা।

সোমবার সেই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেয় বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানান, মিছিলে সর্বোচ্চ ২০০ জন ব্যক্তি ও একটি গাড়ি থাকতে পারবে। কোনওমতেই প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ডিজে বাজানো যাবে না। কোনও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। এই সমস্ত শর্ত লঙ্ঘিত হলে আয়োজদের তরফে দেওয়া ৫ সেচ্ছাসেবকের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া যাবে।

এদিন হাইকোর্ট আরও জানিয়েছে, রাজ্য প্রশাসন ও পুলিশকে মিছিলের যাবতীয় নিরাপত্তার ভাড় নিতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীরও সাহায্য চাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ন্যুনতম ২৪ ঘণ্টা আগে রাজ্যকে বাহিনীর জন্য আবেদন জানাতে হবে।

Related Articles