নিরাপত্তারক্ষীদের হুমকি! ট্রায়াল রানে বাধা! হেলিকপ্টারে তল্লাশি কাণ্ডে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিলেন তিনি।
সোমবার হলদিয়ায় দলীয় বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “হেলিকপ্টারে তল্লাশি ও সিজার নিয়ে আমার কিছু বলার নেই। কারণ ওটা নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত, করতেই পারে। আমার অসুবিধা হচ্ছে, যখন কিছু পাওয়া যায়নি, তখন বলা হল ট্রায়াল রানের অনুমতি দেওয়া হবে না, যতক্ষণ না ওপর থেকে নির্দেশ আসছে। নিরাপত্তারক্ষীদের হুমকি দেওয়া হয়েছে। একাজের অধিকার আয়কর দফতরের নেই। আইনানুগ ব্যবস্থা নেব।”