মঙ্গলবার সকাল থেকেই রোদর ঝলমলে শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাতেই তীব্র অস্বস্তিকর গরমের অনুভূতি থাকবে। দুপুরের দিকে কার্যত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান ও দুই মেদিনীপুরে তাপপ্রবাহ সতর্কতা রয়েছে। যদিও বিকেলের পরে রোদের তেজ কমলে খানিকটা স্বস্তি মিলবে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৮৯ শতাংশ।