রামনবমীর দুপুরে মন্দিরে পুজো দিয়ে পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার দুপুরে মেটিয়াবুরুজের একটি রামমন্দিরে পুজো দেন তিনি। এরপরে সেখান থেকেই সরাসরি চলে আসেন হাওড়ার শিবপুরে।
প্রসঙ্গত, শিবপুরেই গতবছর রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতেই এই সফর বলে দাবি রাজভবনের। শিবপুর এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।