ভোটের দিন নজরবন্দি করা হোক তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে। বুধবার এমনই আবেদন নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তাঁর দাবি উদয়ন গুহ তাঁর ওপর বেশ কয়েক বার হামলা করেছেন। তিনি বাইরে থাকলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবপ না। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিক কমিশন।
অন্যদিকে, পাল্টা তৃণমূল নেতা উদয়ন গুহর দাবি, নিশীথ প্রামাণিকই তাঁর ওপর হামলা চালিয়েছেন। কোচবিহারের ভোট লুঠ করার জন্য বিজেপি ইতিমধ্যেই পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। তাই কমিশনকে দিয়ে এই ধরনের ব্যবস্থা নিয়ে তৃণমূলকে আটকাতে চাইছে বিজেপি।