থানায় ঢুকে পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় এবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ! জানা যাচ্ছে, পুলিশকে হুমকি, কাজে বাধা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে।
প্রসঙ্গত, বুধবার মেদিনীপুর কোতয়ালি থানায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন অগ্নিমিত্রা। প্রকাশ্যে এসেছিল সেই ভিডিও ফুটেজও। সেই ঘটনাতেই এবার কড়া পদক্ষেপ নিল পুলিশ-প্রশাসন।