বেআইনি ভাবে ভোটের কাজে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস! এই অভিযোগ নিয়েই বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দারস্থ হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
জানা যাচ্ছে, আগামীকাল ভোটের দিন কোচবিহার ও আলিপুরদুয়ারে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন রাজ্যপাল। তৃণমূলের দাবি, বেআইনি ভাবে ভোটের কাজে হস্তক্ষেপ করার জন্যই রাজ্যপালের এই সফরের পরিকল্পনা। তাই অবিলম্বে কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।