ফের উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি! জানা যাচ্ছে, ভোটের দিনই বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
আক্রান্ত বিজেপি কর্মী স্বপন বর্মণ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইতিমধ্যেই কমিশনের তরফে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করা হয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।