ভোটের মুখে ফের বিস্ফোরণ নদিয়ায়! জানা যাচ্ছে, শনিবার ভোর রাতে কালীগঞ্জের দেবগ্রাম এলাকার বাসস্ট্যান্ডের কাছেই একটি দোকানে বিস্ফোরণ হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েঢ়েন দোকানের মালিক ও কর্মচারী।
স্থানীয় সূত্রে খবর, ওই দোকানে সোনার কাজ ও পালিশ সংক্রান্ত কাজ হত। বিস্ফোরণের তীব্রতার জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে গোটা দোকান। আশেপাশের আরও বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সোনার কাজের জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।