Sambad Samakal

CBI: ফের সন্দেশখালিতে সিবিআই! কোন অভিযোগের তদন্তে গোয়েন্দারা?

Apr 20, 2024 @ 1:10 pm
CBI: ফের সন্দেশখালিতে সিবিআই! কোন অভিযোগের তদন্তে গোয়েন্দারা?

ফের সন্দেশখালিতে সিবিআই অভিযান! জানা যাচ্ছে, শনিবার সকালে কেন্দ্রীয় এজেন্সির দু’টি পৃথক দল সন্দেশখালিতে পৌঁছেছে। সন্দেশখালি থানা ও সুন্দরীখালি এলাকায় যান তদন্তকারীরা।

মনে করা হচ্ছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরে জমি দখল সংক্রান্ত অভিযোগের তদন্তেই এদিন সিবিআইয়ের গোয়েন্দারা সন্দেশখালি গিয়েছেন। প্রসঙ্গত, জমি দখল, নারী নির্যাতন, ইডির ওপর হামলা সহ সন্দেশখালি কাণ্ডের সমস্ত তদন্তের ভারই এই মুহূর্তে সিবিআইয়ের হাতে রয়েছে।

Related Articles