হিংসা বিধ্বস্ত মণিপুরে ফের নির্বাচন! রবিবার সকালে জানা গেল, আগামীকাল অর্থাৎ ২২ এপ্রিল পুনরায় ভোটগ্রহণ করা হবে মণিপুরে।
জানা যাচ্ছে, ইনার মণিপুর লোকসভা আসনের মোট ১১টি বুথে পুনরায় ভোটদান করবেন নাগরিকরা। একাধিক হিংসাত্মক ঘটনার অভিযোগ ওঠার পরেই কমিশন এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত শুক্রবার অর্থাৎ ১৯ এপ্রিল গোটা দেশের সঙ্গেই মণিপুরেও ভোটগ্রহণ হয়েছিল।