বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস! রবিবার সকালে গড়িয়াহাট থানায় উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
তাঁর অভিযোগ, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা মহিলা সমাজকে অপমান করেছেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ৫০০ ও ৫০৯ ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ভোটপ্রচারের জনসভায় মুখ ফসকে একটি অসংসদীয় শব্দ বলে ফেলেছিলেন মমতা। সঙ্গে সঙ্গেই সকলের কাছে ক্ষমা চেয়ে শব্দটি প্রত্যাহার করে নেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনার ভিডিও ক্লিপিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অমিত মালব্য দাবি করেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী অশ্লীল শব্দ ব্যবহার করছেন।