রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত চালাতে গিয়ে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে হামলার মুখে পড়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত চালাচ্ছে আরও এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এবার ইডির ওপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ১৬ জনকে তলব করল সিবিআই।
জানা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে পৃথক পৃথক ভাবে এঁদের তলব করা হয়েছে। সিবিআইয়ের দাবি, হামলার পরে শেখ শাহজাহানকে পালিয়ে বেড়াতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সাহায্য করেছিলেন এই ১৬ জন ব্যক্তি। তাই তাঁদের জেরা করে আরও তথ্য সংগ্রহ করতে চান সিবিআইয়ের তদন্তকারীরা আধিকারিকরা।