সোমবার ভোররাতে বড়বাজারের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! জানা যাচ্ছে, নাখোদা মসজিদের কাছে একটি গুদামে আগুন লাগে। বিপুল পরিমাণে দাহ্যবস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়েই দমকলের অন্তত ১৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। কিন্তু ঘিঞ্জি যায়গা হওয়ায় আগুনের উৎসস্থলের কাছে দমকলের গাড়ি ঢুকতে পারেনি।
দূর থেকে হোসপাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভান দমকলকর্মীরা। তবে ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে বড়বাজারে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু সহ অন্যান্যরা।