মাটিগাড়ায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ! আহত অন্তত ৬ জন। সোমবার ভোর ৬টা থেকে এই ঘটনার প্রতিবাদে বনধের ডাক দিয়েছে বিজেপি!
জানা যাচ্ছ, রবিবার গভীর রাতে মাটিগাড়ায় দু দলের মধ্যে সংঘর্ষ হয়। বিশাল পুলিশবাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি ও তৃণমূল নেতৃত্ব। সোমবার সকাল থেকে ডাকা বনধে মিশ্র প্রভাব পড়েছে গোটা মাটিগাড়ায়।