শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। আর ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ঝাড়গ্রামে উদ্ধার হল যুবকের রক্তাক্ত মৃতদেহ! জানা যাচ্ছে, মৃত যুবকের নাম উত্তম মাহাতো।
পেশায় গাড়িচালক ওই যুবকের মৃতদেহ বাড়ি থেকে কিছুটা দূরেই উদ্ধার হয়েছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল মদ ও জলের বোতল। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ। ওই যুবকের কোনও রাজনৈতিক যোগ নেই বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মদের আসরে বচসার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের তদন্তকারী আধিকারিকদের।