ভোটের আগে মানুষ। দুর্যোগের মধ্যেই তাই আম জনতাকে সাহায্য করতে পথে নেমে পড়লেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বরানগরের বিজেপি প্রার্থী সায়ন্তিকা।
সোমবার সকাল থেকেই দমদমের একাধিক এলাকায় সৌগত রায়কে দেকা যায়, নিজের হাতে জমা জল বের করার কাজ করতে। বেলা বাড়তেই তাঁর সঙ্গে যোগ দেন সায়ন্তিকাও। একসঙ্গে পেলোডার দিয়ে ভাঙা গাছ ও ডালপালা সরিয়ে রাস্তায় পরিষ্কার করতে দেখা যায় তাঁদের।