ঘূর্ণিঝড় ‘রেমাল’ চলে গেলেও, সোমবার সকাল থেকে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই চব্বিশ পরগনায়। এর জেরে ব্যাহত হচ্ছে লোকাল ট্রেন পরিষেবাও। জানা যাচ্ছে, টিকিয়াপাড়ায় রেল ট্র্যাক জলের তলায় চলে যাওয়ায় বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে হওড়া দক্ষিণ-পূর্ব শাখায়।
যেহেতু জলের তলায় রেললাইন রয়েছে, তাই যে সমস্ত ট্রেন হাওড়া থেকে ছাড়ছে বা প্রবেশ করছে, খুব ধীর গতিতে চালানো হচ্ছে সেগুলি। টিকিয়াপাড়া কারশেডের কাছে জল জমে থাকায় দেরিতেও চলছে বেশ কিছু ট্রেন। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনের সন্ধ্যেয় বাড়ি ফিরতে কার্যত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আম জনতাকে।