ভোটের মুখে খাস কলকাতায় ফের তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই রাজারহাট ও সল্টলেকের দু’টি ঠিকানায় তল্লাশি চলাচ্ছেন তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, পাটনার একটি আর্থিক দুর্নীতি মামলার তদন্তে এই অভিযান। মূলত এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে এই বিষয়ে তথ্য-প্রমাণ জোগাড়ের প্রক্রিয়া চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, এর আগেও ওই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা।