চব্বিশের লোকসভা ভোটে কোচবিহার আসন থেকে পরাজিত হয়েছেন বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর ভোট গণনার পরের দিনই হারের বদলা নিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপরে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
জানা যাচ্ছে, কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা এলাকার ডাওয়াগুড়ি-ভজনপুর এলাকায় তৃণমূল কর্মীদের ওপরে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। এমনকী দিনেদুপুরে তৃণমূলের বিজয়োল্লাস চলাকালীন আগ্নেয়াস্ত্র নিয়েও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চার জন তৃণমূল কর্মী। আহতদের দেখতে হাসপাতালে যান তৃণমূলের সদ্যজয়ী সাংসদ জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া।