বেশেদিন টিকবে না তৃতীয় মোদি সরকার! শনিবার দলের নবনির্বাচিত সমস্ত সাংসদদের নিয়ে বৈঠকে এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গেই তিনি ইউসুফ পাঠানকে ‘জায়ান্ট কিলার’ হিসেবে তকমা দিয়েছেন বলে খবর।
যে জুন মালিয়া, সায়নী ঘোষ সহ যে সাংসদদরা এবার প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের আগামীদিনের জন্য উৎসাহ দেন মমতা। অন্যদিকে, সুজাতা খান, দেবাংশু ভট্টাচার্য সহ যাঁরা শেষপর্যন্ত লড়াই করেও হার স্বীকার করেছেন, তাঁদেরও আগামীদিনে লড়াই করার বার্তা দেন তিনি।
পাশাপাশি, বাংলার জোর করে একাধিক আসনে তৃণমূলকে হারানো হয়েছে বলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের কথা উল্লেখ করে জানান, কমিশনেট সহায়তায় এখানে বিজেপি জোর করে তৃণমূলকে হারিয়েছে। ২০১৯ সালের নির্বাচনের থেকে ২০২৪ সালে তৃণমূলের ফলাফল যে অনেকটা ভালো হয়েছে, তা তথ্য-পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মমতা।