ভোটের আগে ইচ্ছাকৃত ভাবে দেবের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য ভাইরাল করা হয়েছে আর্থিক দুর্নীতি সংক্রান্ত একটি অডিও ক্লিপ! এই অভিযোগে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ সহ তিন জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন তৃণমূল নেতারা। সেই মামলাতেই খানিকটা বিপদে পড়লেন হিরণ।
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন, হিরণের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্তের কাজ চালাতে পারবে পুলিশ। তবে গ্রেফতার করতে হবে অনুমতি নিতে হবে আদালতের। প্রসঙ্গত, এরআগের শুনানিতে মামলার তদন্তের ওপরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি সিনহা৷ এদিন সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলেন তিনি।