Sambad Samakal

Monsoon: দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা! আরও কতদিন পুড়তে হবে গরমে?

Jun 11, 2024 @ 10:10 am
Monsoon: দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা! আরও কতদিন পুড়তে হবে গরমে?

দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা! নির্ধারিত সময়ের পরেও এই মুহূর্তে বাংলায় দেখা নেই ছিটেফোঁটা বৃষ্টিরও! গরমে আর কতদিন পুড়তে হবে আম বাঙালিকে? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত শুক্রবার অর্থাৎ ১৪ তারিখ পর্যন্ত বর্ষা প্রবেশের বা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

শুক্রবারের পরে মৌসুমী বায়ুর গতিপ্রকৃতি দেখে বঙ্গে বর্ষা প্রবেশের বিষয়টি বোঝা যাবে বলেই মত আবহবিদদের। ফলে আপাতত অন্তত আরও এক সপ্তাহ তীব্র অস্বস্তিকর ঘর্মাক্ত গরমের জ্বালা ভোগ করতে হবে আম জনতাকে। তারপরে সাময়িক স্বস্তি মিলতেও পারে।

Related Articles