আচমকাই বিমান সহ ‘বেপাত্তা’ আফ্রিকার ছোট্ট দেশ মালওয়ির ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমার বিমান! তাঁর সঙ্গে ছিলেন দেশের প্রাক্তন ফার্স্ট লেডি ও সরকারি আধিকারিকাও।
জানা যাচ্ছে, বিমানে করে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। গন্তব্যে পৌঁছনোর আগেই খারাপ আবহাওয়ার কারণে বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মনে করা হচ্ছে বড়সড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বিমানটি। জোরকদমে চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, কিছুদিন আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি।