Sambad Samakal

করোনাকালে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল

May 21, 2021 @ 11:47 am
করোনাকালে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল

কোভিডের সেকেন্ড ওয়েভের ভয়াবহতাকে অনুধাবন করে অর্থমন্ত্রক আয়কর রিটার্নের সময়সীমা দু’ মাস বাড়িয়ে দিল। নতুন সময়সীমা অনুসারে ২০-২১ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। অতিমারীতে করদাতাদের নানা রকম অসুবিধার কথা মাথায় রেখে অর্থ মন্ত্রক বিভিন্ন কর প্রদানের সময়সীমা বৃদ্ধি করেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে।

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস জানিয়েছ ব্যক্তিগত আয়করের মতো কোম্পানির আয়কর জমা করার সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে ৩০ নবেম্বর পর্যন্ত। এছাড়া যে সব কর্মীর ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা টিডিএস কাটা হয় তাদের টিডিএস সার্টিফিকেট প্রদানের সময়সীমাও বাড়িয়ে ১৫ জুলাই করা হয়েছে।

সেই সঙ্গে অনলাইন রিটার্ন ফাইল করার জন্য করদাতাদের আরও সুবিধা দিতে একটি নতুন ই-ফাইলিং পোর্টাল নিয়ে আসছে মন্ত্রক। যা করের রিটার্ন ফাইলকে সরল করবে বলে মন্ত্রক আশা প্রকাশ করেছে। নতুন পোর্টালটি ৭ জুন আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।

Related Articles