Sambad Samakal

Costly Mellon: একটি তরমুজের দাম ১৫ লক্ষ টাকা!

Nov 6, 2021 @ 1:40 pm
Costly Mellon: একটি তরমুজের দাম ১৫ লক্ষ টাকা!

দেখতে অনেকটা আমাদের দেশের মিষ্টি কুমড়োর মতো। কিন্তু বেশ মহার্ঘ্য। একটি তরমুজের দাম ১৫ লক্ষ টাকা! অবাক হচ্ছেন? এই দামেই বিক্রি হয়েছে জাপানের হোক্কাইডো প্রদেশের এই বিশেষ তরমুজ। একজোড়া তরমুজ বিক্রি হয়েছে মোট ৩১ লক্ষ টাকায়। এটি তরমুজের মতই একটি বিশেষ ফল। কোনোভাবে এই ফলের ওজন যদি এক কিলোগ্রামের ওপরে হয়ে যায়, তাহলে সেটি বিক্রি হয় ২০ লক্ষ টাকারও বেশি দামে।

হোক্কাইডো প্রদেশের ইউবারি অঞ্চলেই শুধুমাত্র এই ফলটি জন্মায়। তাই এর নাম ‘ইউবারি মেলন’। মহার্ঘ্য এই ফলটি জাপানের খোলা বাজারেও পাওয়া যায় না। গ্রিন হাউস পদ্ধতিতে বিশেষ ভাবে পরিচর্যার পরে দেখা যায়, ১০টির মধ্যে একটি গাছে ফল ধরেছে। তখন নিলামের মাধ্যমে ‘ইউবারি মেলন’ বিক্রি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *