Sambad Samakal

Hindi Literature: কবি ধ্রুবদেব মিশ্রর সমাজবাদের ভাবনা নিয়ে এক কবিতামুখর সন্ধ্যা

Nov 22, 2021 @ 11:37 pm
Hindi Literature: কবি ধ্রুবদেব মিশ্রর সমাজবাদের ভাবনা নিয়ে এক কবিতামুখর সন্ধ্যা

হিন্দি কবিতার অন্যতম নাম কবি ধ্রুবদেব মিশ্র পাশান। সাতের দশকেত অস্থির সময়ে কবি কর্তৃক রচিত অনবদ্য সব কবিতা যেন সময়ের দলিল। সাতের দশকের ‘আগুনখেকো সময়ের’ দলিল তাঁর কবিতা। কবির ভাবনার ও সৃজন তত্ত্ব আর তাঁর যুগান্তকারী সৃষ্টি নিয়েই এক অন্যরকম কবিতাময় সন্ধ্যা উপহার দিল সাহিত্যগোষ্ঠী নীলাম্বর। শিয়ালদহ অফিসারস ক্লাবে কবির লেখা কবিতাগুচ্ছ ভিডিও মন্তাজের আকারে প্রদর্শিত হয়। বাচিক শিল্পী স্মিতা গোয়েল আবৃত্তিও করেন কবির লেখা কবিতা।

পরে এক আলোচনাচক্রে যোগ দিয়ে কবির সৃষ্টিকে সময়ের নিরীখে বিশ্লেষণ করেন মৃত্যুঞ্জয় কুমার সিং, জ্যোতিষ কুমার, কবি কৃষ্ণ কল্পিত, নীলকমল, নীরজ কুমার সিং প্রমুখ। কবির লেখায় সমাজবাদের ছবি তুলে ধরেন তাঁরা। নক্সাল আন্দোলন, সেই সময়ের প্রেক্ষাপটে কবির সৃষ্টিকে বিশ্লেষণ করেন বিশিষ্ট জনেরা। কবিকে স্মারক দিয়ে সম্মানিত করেন কলকাতা দূরদর্শনের অতিরিক্ত ডিরেক্টর সুধাংশু রঞ্জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *