Sambad Samakal

Primary TET: রাত পেরিয়ে সকাল, এখনও সল্টলেকে আন্দোলনে টেট চাকরিপ্রার্থীরা

Oct 18, 2022 @ 9:59 am
Primary TET: রাত পেরিয়ে সকাল, এখনও সল্টলেকে আন্দোলনে টেট চাকরিপ্রার্থীরা

সোমবার দুপুর থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সোমবার রাত পেরিয়ে মঙ্গলবার সকালেও অব্যাহত রয়েছে সেই আন্দোলন। সারারাত রাস্তাতেই কাটিয়েছেন কয়েক’শো মহিলা ও পুরুষ চাকরিপ্রার্থীরা।

২০১৪ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি, তারা পরীক্ষায় পাশ করার পরে ইতিমধ্যেই দু বার ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু চাকরির নিয়োগপত্র হাতে পাননি। তাই নতুন করে আবার তারা ইন্টারভিউ দেবেননা। দ্রুত চাকরির নিয়োগপত্র হাতে তুলে দিতে হবে। এই দাবিতে সোমবারই পর্ষদের নতুন সভাপতির সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে, কিন্তু সমাধান সূত্র মেলেনি।

Related Articles