Sambad Samakal

Coal: অবৈধ ভাবে পাচারের ছক! দু’দিনে বীরভূম থেকে উদ্ধার ১৩০ টন কয়লা

Nov 13, 2022 @ 2:17 pm
Coal: অবৈধ ভাবে পাচারের ছক! দু’দিনে বীরভূম থেকে উদ্ধার ১৩০ টন কয়লা

কয়লা পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আর এর মধ্যেই বীরভূম থেকে পাচারের ছক ভেস্তে দিয়ে উদ্ধার হল প্রায় ১৩০ টন কয়লা।
বাইক, লরি, ট্রাক্টরে করে টন টন কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, রবিবার নলহাটির সরধা গ্রামে অভিযান চালিয়ে ট্রাক্টর থেকে প্রায় ১৮ টন কয়লা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, কাঁকড়তলাতে এক ইটভাটা ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮ টন মজুত কয়লা।

শনিবারও সদাইপুরে মোটরবাইকে করে কয়লা নিয়ে যাওয়ার সময় তাড়া করে পাচারকারীদের ধরে প্রায় ৪ টন কয়লা উদ্ধার করে পুলিশ। নানুরের পালিতপুরে কয়লা বোঝাই ৪টি লরিকেও আটক করা হয়। কয়লা পাচার ও বেআইনি মজুতের অভিযোগে দু’দিনে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Related Articles