Sambad Samakal

Australia Visa: বেহাল অর্থনীতি চাঙ্গা করতে ছাত্র ও কর্মীদের ভিসা-ফি হ্রাস

Jan 19, 2022 @ 11:57 pm
Australia Visa: বেহাল অর্থনীতি চাঙ্গা করতে ছাত্র ও কর্মীদের ভিসা-ফি হ্রাস

ছাত্র ও ওয়ার্ক হলিডে ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিল অষ্ট্রেলিয়া সরকার। এই দুই ক্ষেত্রে যারা অষ্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করবেন তাদের ভিসার ফি হ্রাস করল সে দেশের সরকার। অতিমারীর ভয়াল প্রভাব অষ্ট্রেলিয়ার অর্থনীতির উপর এসেছে। হসপিটালিটি ও কৃষি ক্ষেত্রে সে দেশে প্রচুর কর্মখালি তৈরি হয়েছে। উপযুক্ত কর্মীর অভাবে ধুঁকছে এই দুই ক্ষেত্র তাই এই উদ্যোগ বলে জানা গেছে।

অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন তাই দ্রুত শূণ্যস্থান পূরণ ও দেশের অর্থনীতিকে চাঙ্গা তাঁর দেশ ‘ব্যাকপ্যাকারদের’ স্বাগত জানাচ্ছে। কর্মীর অভাবে দেশে সরবরাহ ও বন্টন ব্যবস্থা জোর ধাক্কা খেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অষ্ট্রেলিয়ার সুপার মার্কেটগুলির শূণ্য শেল্ফ ভাবিয়ে তুলেছে সে দেশের প্রশাসনকেও। বেশ কিছু খাদ্য বন্টন ও পরিবহন সংস্থায় ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে ফলে গণবন্টন ব্যবস্থাও ভেঙ্গে পরেছে। নভেম্বর থেকে কর্মী সঙ্কট শুরু হয়েছৃ অষ্ট্রেলিয়ায় এবং তা এখন চার লক্ষেরও বেশি কর্মখালি রয়েছে। দক্ষ কর্মীর অভাব ও ভোগাচ্ছে অজিদের। তাই সরকার দরাজ কন্ঠে অভিজ্ঞ কর্মীদের অন্য দেশ থেকে অষ্ট্রেলিয়াতে আসার আমন্ত্রণ জানাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *