Sambad Samakal

ফের রাজ্যে বিধিনিষেধের মেয়াদ বাড়ল

Jul 29, 2021 @ 2:07 pm
ফের রাজ্যে বিধিনিষেধের মেয়াদ বাড়ল

রাজ্য তথা দেশে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। ১৫ অগস্ট পর্যন্ত বিধিনিষেধ থাকবে বলে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করল নবান্ন। জারি থাকছে নাইট কার্ফুও।

নবান্নের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১৫ অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজ বন্ধই থাকছে। তবে হলের মধ্যে সরকারি কোনও অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে ৫০ শতাংশ লোকজন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। মানতে হবে শারীরিক দূরত্ববিধি। এছাড়াও এবারের নির্দেশিকায় রাতে কড়া বিধিনিষেধের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। বেসরকারি এবং সরকারি দপ্তরে কাজের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের উপর বেশি জোর দেওয়া হয়েছে।

তবে দোকান, বাজার নির্দিষ্ট সময় অনুযায়ী খোলা থাকবে। মেট্রো পরিষেবা সাধারণের জন্য ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। গণপরিবহণও যেমন চলছে চলবে। তবে লোকাল ট্রেন চালু করার বিষয়ে নির্দেশিকায় কিছু উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, রাজ্য তথা সারা দেশে বিধিনিষেধের মেয়াদ বাড়তে পারে বলে বুধবারই ‘সংবাদ সমকাল’ জানিয়েছিল। করোনার তৃতীয় ঢেউ রুখতে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়েছিল। সেই চিঠিতে বিধিনিষেধের মেয়াদ ৩১ পর্যন্ত বাড়াতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। উৎসবের মরশুমেও যাতে করোনাবিধি ঢিলেঢালা না হয় সে বিষয়েও সতর্কবার্তা দিয়েছিল। স্বরাষ্ট্র সচিবের এই চিঠির পরই এ রাজ্যেও ফের করোনাবিধি বাড়তে পারে বলে ‘সংবাদ সমকাল’ জানিয়েছিল। সেই সম্ভাবনাই বাস্তবায়িত হল।

Related Articles