Sambad Samakal

French Japanese EV: দূষণহীন বৈদ্যুতিন যান তৈরিতে হাত মেলাচ্ছে তিন সংস্থা

Jan 24, 2022 @ 2:42 pm
French Japanese EV: দূষণহীন বৈদ্যুতিন যান তৈরিতে হাত মেলাচ্ছে তিন সংস্থা

দূষণ মুক্ত যান তৈরির স্বার্থে ফরাসি সংস্থা হাত ধরছে দুই জাপানি অটোমোবাইল সংস্থার। ফরাসি গাড়ি উৎপাদক রেনোঁ, জাপানের নিশান ও মিৎসুবিশির সঙ্গে এক জোট গড়ছে ‘সবুজ যান’ তৈরির স্বার্থে।

চলতি সপ্তাহেই এই পরিকল্পনা ঘোষণা করবে তিন মহার্ঘ্য গাড়ি প্রস্তুতকারক সংস্থা। তিন সংস্থা এই নতুন ইলেট্রিক ভেহিকেল তৈরিতে ২০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে। আগামী ২০৩০-এর মধ্যে অন্তত ৩০টি বৈদ্যুতিক ব্যাটারিচালিত গাড়ির মডেল এই তিন সংস্থা বাজারে আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে।

উল্লেখ্য বৈদ্যুতিক গাড়ির বাজারের সিংহভাগ দখল করে রেখেছে ধনকুবের এলন মাস্কের সংস্থা টেসলা। কিন্তু কিন্তু প্রথম বিশ্বের বাইরে সেই গাড়ি যথেষ্ট ব্যয়বহুল। এবার ফরাসি ও জাপানি যৌথ উদ্যোগে ইলেক্ট্রিক ভেহিকেল সাধারণের ধরা-ছোঁয়ার মধ্যে আসতে পারে বলে তথ্যভিজ্ঞ মহলের অনুমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *