Sambad Samakal

বাংলাদেশে লঞ্চডুবি, মৃত অন্তত ২৬

Apr 6, 2021 @ 11:40 am
বাংলাদেশে লঞ্চডুবি, মৃত অন্তত ২৬

ফের লঞ্চডুবির ঘটনা ঘটল বাংলাদেশে। মৃত্যু হল কমপক্ষে ২৬ জনের। সোমবার নারায়ণগঞ্জের কাছে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত, উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল একটি লঞ্চ। হঠাত্ করেই কালবৈশাখীর ঝড় ওঠে। বেসামাল হয়ে পড়ে লঞ্চটি। এরপর মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর সেতুর কাছাকাছি আসার পরে এসকেএল-৩ নামে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। যা সামলাতে না পেরে মাঝনদীতে ডুবে যায় লঞ্চটি। ওই লঞ্চের অনেক যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেকেই নিখোঁজ হয়ে যান। তারপর পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখনও পর্যন্ত, ২৬ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজ চলছে। যদিও ঠিক কতজন নিখোঁজ তা স্পষ্ট নয়। কেননা লঞ্চটির যাত্রীসংখ্যা নিয়ে দ্বিমত রয়েছে। কারোর মতে, লঞ্চে প্রায় ২৫০ আবার কারোর মতে ১০০ জন যাত্রী ছিল। ঠিক কী কারণে লঞ্চডুবির ঘটনাটি ঘটল তা জানতে চার সদস্যের একটি দল গঠন করেছে বাংলাদেশ আন্তঃজলপরিবহণ সংস্থা।

Related Articles