Sambad Samakal

Literature: সাহিত্য আকাদেমির সর্বোচ্চ সম্মান পেলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Sep 19, 2021 @ 11:36 pm
Literature: সাহিত্য আকাদেমির সর্বোচ্চ সম্মান পেলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ‘ফেলো’ সম্মান দিল সাহিত্য অ্যাকাডেমি।

সাহিত্যের অন্যতম ‘অমর’ স্রষ্টা হিসাবে সাহিত্য অ্যাকাডেমির সর্বোচ্চ এই সম্মান পেলেন তিনি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে এই একই সম্মান পেলেন আরও ৭ জন ভারতীয় লেখক। সেই তালিকায় রয়েছেন রাসকিন বন্ড, বালচন্দ্রন নেমাড়েও। এক বিশেষ অনুষ্ঠানে প্রাপকদের হাতে অকাদেমি এই সম্মান তুলে দেবে।

তাঁর সাহিত্য অ্যাকাডেমির সর্বোচ্চ সম্মান প্রাপ্তির ঘোষণার পরই শুভেচ্ছা আর অভিনন্দনের বন্যায় ভাসছেন ‘মানবজমিন’, ‘পাতালঘর’- এর আমার স্রষ্টা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সাহিত্য অ্যাকাডেমির বাংলা উপদেষ্টা পর্ষদের অন্যতম সদস্য, বিশিষ্ট কবি সুবোধ সরকার ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। অশীতিপর সাহিত্যিককে অভিনন্দন বার্তা দিয়ে তিনি লেখেন, ”শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্য অকাদেমির সবচেয়ে বড় সম্মানে ভূষিত হলেন আজ। তিনি অকাদেমির ‘ফেলো’ নির্বাচিত হয়েছেন।… বাংলায় সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ-এর পর অনেকদিন বাদে আবার একজন কথাসাহিত্যিক ফেলো নির্বাচিত হলেন। শীর্ষেন্দুদা, আপনার সম্মানে আমরা আজ সম্মানিত।”

Related Articles