Sambad Samakal

Paralympics: দিনভর সাফল্য! একদিনে তিন পদক ভারতের

Sep 3, 2021 @ 11:44 pm
Paralympics: দিনভর সাফল্য! একদিনে তিন পদক ভারতের

সাফল্যের খবর দিয়েই শুরু হয়েছিল সকালটা। দিনের শুরুতেই ভারতকে রুপো এনে দেন প্রবীণ কুমার। পুরুষদের টি-৬৪ হাইজাম্পে তিনি রুপো জেতেন। এরপরই মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এস এইচ ওয়ানে ব্রোঞ্জ জিতলেন অবনী লেখারা। আর সব শেষে ইতিহাস গড়ে পদক এল তিরন্দাজিতে। ব্রোঞ্জ জিতে এই ইতিহাস গড়লেন ভারতের হরবিন্দর সিংহ। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্সের আসরে পদক জিতলেন তিনি। পুরুষদের ব্যক্তিগত বিভাগে কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে পদক গলায় ঝোলান হরবিন্দর। দক্ষিণ কোরিয়ার কিম মিন সুইকে তিনি হারিয়েছেন ৬-৫ ব্যবধানে। আর এর মধ্যে দিয়েই চলতি প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা পৌঁছল ১৩-তে।

Related Articles