Sambad Samakal

Tunnel: বিধানসভা থেকে লালকেল্লা, দিল্লিতে সুড়ঙ্গপথ কেন?

Sep 3, 2021 @ 11:19 pm
Tunnel: বিধানসভা থেকে লালকেল্লা, দিল্লিতে সুড়ঙ্গপথ কেন?

দিল্লি বিধানসভার একটি ঘরে মিলল প্রাচীন সুড়ঙ্গের হদিশ। সবুজ কার্পেটের নিচে লুকনো ছিল সুড়ঙ্গে প্রবেশের পথ। বিধানসভা ভবন থেকে শুরু হয়ে এই সুড়ঙ্গপথ পৌঁছেছে লালকেল্লায়। কিন্তু কেন?
অনুমান করা হচ্ছে, ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই সুড়ঙ্গ। দিল্লি বিধানসভার অধ্যক্ষ রামনিবাস গোয়েলের দাবি, সম্ভবত ব্রিটিশরা বিধানসভা থেকে লালকেল্লায় বন্দিদের নিয়ে যেত এই সুড়ঙ্গ দিয়ে।
গোয়েল বলেন, ‘আমি ১৯৯৩ সাল থেকে বিধায়ক, তখন থেকেই শুনে আসছি, দিল্লি বিধানসভা থেকে লালকেল্লা পর্যন্ত সুড়ঙ্গ আছে। কিন্তু সেই সুড়ঙ্গ কোথায়, তার হদিস এতদিন মেলেনি। এবার সামনে এল। এই সেই সুড়ঙ্গ।’
১৯১২ সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়। ১৯২৬ সালে আদালত হিসাবে ব্যবহার করা হত দিল্লি বিধানসভা কক্ষকে। দিল্লি বিধানসভার অধ্যক্ষ মনে করেন, সম্ভবত তখনই এই সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল।
জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি এই সুড়ঙ্গের ঘরটি দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। মেরামতির পর, আগামী বছর ১৫ অগাস্ট দর্শকের জন্য এই সুড়ঙ্গ খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন গোয়েল।

Related Articles