Sambad Samakal

Bangladesh: কুমিল্লায় পূজা মন্ডপে কোরান রাখা ইকবাল কক্সবাজারে গ্রেপ্তার

Oct 22, 2021 @ 11:17 am
Bangladesh: কুমিল্লায় পূজা মন্ডপে কোরান রাখা ইকবাল কক্সবাজারে গ্রেপ্তার

বৃহস্পতিবার বেশি রাতে বাংলাদেশের উপকূলবর্তী শহর কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার পূজা মন্ডপে কোরান শরিফ রাখা ইকবালকে। কুমিল্লার পুলিশ সুপার ইকবালের গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টায় কক্সবাজার সৈকতের সুগন্ধা এলাকা থেকে আটক করা হয় ইকবাল সোসেনকে। আটক করার পর ইকবালকে কুমিল্লায় পাঠানো হয় তার পরিচিতি যাচাই করার জন্য।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, তাঁরা এ বিষয়ে নিশ্চিত যে, কক্সবাজারে আটক হওয়া ব্যক্তিই কুমিল্লার ইকবাল। তাঁকে কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়েছে। তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। জিজ্ঞাসাবাদ শুরু হলে তাঁর কাছ থেকে যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল কখনো বাসের হেলপার, কখনো রংমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি মাদকাসক্ত ছিলেন। ইকবালের বাবা নুর আহমেদ আলম। মা বিবি আমেনা বেগম। তাঁদের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ইকবাল বড়। তাঁর মা আমেনা বেগম জানান, ১০ বছর আগে চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রথম বিয়ে করেন ইকবাল। প্রথম স্ত্রীর ঘরে একটি ছেলে আছে। পাঁচ বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর কুমিল্লার চৌদ্দগ্রামে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় পক্ষে একটি কন্যা সন্তান আছে ইকবালের। যদিও ইকবালের দ্বিতীয় স্ত্রীও স্বামীর আচরনে বিরক্ত হয়ে বাবার বাড়ি চলে গেছেন বলে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *