Sambad Samakal

Foot Care: পুজোয় হাঁটাহাঁটি করে পায়ের দফারফা! ঘরোয়া টোটকায় যত্ন নিন

Oct 22, 2021 @ 1:14 pm
Foot Care: পুজোয় হাঁটাহাঁটি করে পায়ের দফারফা! ঘরোয়া টোটকায় যত্ন নিন

পুজোর সময়ে হেঁটে ঠাকুর দেখেছেন। সেই সঙ্গে রোদ আর জলে অনেকেরই পায়ের দফারফা হয়েছে। তাই পুজোর পরে অনেকেই পেডিকিওর করতে ছুটছেন। বাড়িতে বসেই ঘরোয়া কিছু টোটকার মাধ্যমে পায়ের যত্ন নেওয়ার উপায় রইল আপনার জন্য।

১) ঈষদুষ্ণ গরম জলে কয়েক ফোঁটা শ্যাম্পু, বাথ সল্ট আর ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন। তাতে পা ডুবিয়ে বসে থাকুন বেশ কিছুটা সময়। প্রয়োজনে পিউমিক স্টোন দিয়ে পায়ের গোড়ালি পরিষ্কার করে নিন।

২) চিনি আর নারকেল তেল মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিন ফুট স্ক্রাব। সেই ফুট স্ক্রাব দিয়ে পায়ের পাতা ভালো করে পরিষ্কার করুন।

৩) পায়ের নখ কেটে ফেলুন। পুজোয় যে নেইল পালিশ পরেছিলেন, তা রিমুভার দিয়ে তুলে ফেলুন। কয়েক দিন নেইল পালিশ না লাগানোই ভালো। তাহলে নখের স্বাভাবিক রং আবার ফিরে আসবে।

৪) রাতে ঘুমোতে যাওয়ার আগে, পায়ে অবশ্যই ফুট ক্রিম লাগিয়ে শোবেন। তাহলে পায়ের ত্বক আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *