Sambad Samakal

Rasogolla: শিশু দিবসের সঙ্গেই আজ রসগোল্লা দিবস, জানেন কেন?

Nov 14, 2021 @ 6:32 pm
Rasogolla: শিশু দিবসের সঙ্গেই আজ রসগোল্লা দিবস, জানেন কেন?

১৪ নভেম্বর মানেই সকলে জানেন পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস। জানেন কি, শিশু দিবসের সঙ্গে সঙ্গে আজ বাংলার রসগোল্লা দিবসও। কিন্তু কেন ১৪ নভেম্বর দিনটিকেই বেছে নেওয়া হল বাংলার রসগোল্লা দিবস হিসেবে?

আসলে রসগোল্লা কার, এই নিয়ে দীর্ঘদিন দড়ি টানাটানি চলেছে বাংলা ও ওড়িশার মধ্যে। কোর্টের রায়ে ২০১৮ সালের ১৪ নভেম্বর রসগোল্লার ‘জিআই’ মার্ক অর্জন করেছিল বাংলা। আর সেই বছর থেকেই আজকের দিনটিকে রসগোল্লা দিবস হিসেবে পালন করে আসছেন বাংলার মিষ্টি ব্যবসায়ীরা।

যদিও বাংলারই প্রতিবেশী রাজ্য ওড়িশা ৩০ জুলাই দিনটিকে রসগোল্লা দিবস হিসেবে পালন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *