Sambad Samakal

‘যশ’-বিধ্বস্তদের পাশে এবার সঙ্গীতশিল্পী লোপামুদ্রা

May 31, 2021 @ 1:37 pm
‘যশ’-বিধ্বস্তদের পাশে এবার সঙ্গীতশিল্পী লোপামুদ্রা

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বহু মানুষ নিজের সব সম্বল হারিয়ে আজ অসহায়। বেঁচে থাকার নিত্য প্রয়োজনীয় কিছুই তাঁদের আর নেই। সবই জলের তলায়। ঠাঁই হয়েছে কোনো ক্যাম্পে। করোনার প্রকোপ থেকে বাঁচার লড়াইয়ের সঙ্গে গৃহহারা, সম্বলহীন অবস্থায় জীবনের আরেক লড়াই শুরু। এই সমস্ত মানুষদের লড়াইয়ে এগিয়ে নিয়ে যেতে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মৈত্র।
সম্বলহীন, অসহায় মানুষদের সাহায্যের স্বার্থে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা। আবেদনপত্রে ‘যশ’-বিধ্বস্ত অসহায় মানুষগুলোর অবস্থার কথা তুলে ধরে জনগণের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘গত বছর থেকে আমরা আপনাদের স্বতস্ফূর্ত সাড়া পেয়ে এসেছি এবারও। কেউ যদি আমাদের সাথে এই কাজে থাকতে চান, সাহায্য করুন, আমরা মাথা পেতে নেব।’
আগামী ৭ই জুন দিঘায় ত্রাণ দিতে যাবেন। তারপর  সুন্দরবনে বিভিন্ন ব্লকে যাবেন বলেও জানিয়েছেন লোপামুদ্রা।
ত্রাণ সামগ্রী সম্পর্কে জানিয়ে লোপামুদ্রা লিখেছেন, শাড়ী,নাইটি, টি-শার্ট, লুঙ্গি, গামছা,বাচ্চাদের গেঞ্জি, ফ্রক (পুরোনো জামাকাপড় হলে , তা ভালো অবস্থায় কাচা ও ইস্ত্রি করা হতে হবে)। এছাড়া সাবান, ডিটারজেন্ট, টুথপেস্ট, সানিটারী ন্যাপকিন, স্যানিটাইজার, মাস্ক, ত্রিপল, বালতি, মগ ও বাচ্চাদের জন্য বিস্কুট, দুধজাতীয় পাউডার প্যাকেট দেওয়া হবে।
সাহায্য পাঠানোর ঠিকানা দিয়ে তিনি লিখেছেন, ‘আপনি 👇এই ঠিকানায় আপনার সামর্থ মতো সামগ্রী পাঠিয়ে দিন
CHAARON FOUNDATION
150/2 Lake Gardens
Kolkata: 700045
Opp: Bangur park SBI
যোগাযোগের ফোন নম্বর :
+91 98309 99324
+91 98363 61176
কেউ অর্থ সাহায্য করতে চাইলে সরাসরি ফোন করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারেন বলেও জানিয়েছেন সঙ্গীতশিল্পী।

Related Articles