Sambad Samakal

অতিমারীর লাইফবোটে চেপে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার!

May 25, 2021 @ 12:02 pm
অতিমারীর লাইফবোটে চেপে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার!

বাণিজ্যে বসতে লক্ষ্মী! আর সেই লক্ষ্মীর আগমন বেশ কঠিন সময়ে শেয়ার বাজারের নতুন অভিমুখ সূচনা করছে। অতিমারীতে যখন অটোমোবাইল, নির্মাণ শিল্প, ভারী শিল্পে উৎপাদন বন্ধ বা ঘাটতি চলছে। দেশ জুড়ে আবার পরিযায়ী শ্রমিকেরা নিজেদের কাজের আস্তানা ছেড়ে বাড়ি ফিরে চলেছেন। ফলে উৎপাদন ব্যহত হচ্ছে নির্মাণ শিল্প থেকে বড় শিল্পেও। যেখানে অপ্রশিক্ষিত ও অর্ধ প্রশিক্ষিত শ্রমিকেরা কাজ করেন সেই সব ক্ষেত্রে আবার থমকে গেছে অগ্রগতি। দেশ জুড়ে সম্পূর্ণ লকডাউন না হলেও কোভিডের দ্বিতীয় ওয়েভে বিভিন্ন রাজ্য পূর্ণ লকডাউন, কারফিউ, আংশিক লকডাউন বা নিয়মবিধির জাঁতাকলে শিল্প-বাণিজ্যে প্রভাব ফেলেছে। আর এই প্রভাব শেয়ার বাজারেও ছাপ রেখে যাচ্ছে। কিন্তু এর মাঝেও আশার আলো দেখাচ্ছে কিছু শেয়ার।

যেমন প্যানেশিয়া বায়োটেক। আম জনতা খুব একটা না জানলেও শেয়ার বাজারে যুক্ত অনেকেই নাম শুনেছেন এই ফার্মা কোম্পানির। প্যানাশিয়া ভারতে রাশিয়ান কোভিড ভ্যাকসিন স্পুটনিকের উৎপাদন শুরু করেছে। আনুষ্ঠানিক উৎপাদন শুরু হতেই খোঁজ শুরু হয়েছে প্যানাশিয়ার শেয়ার নিয়ে। বিশেষজ্ঞদের অনুমান ভ্যাকসিনের জন্য দেশ জুড়ে যে হাহাকার চলছে তার মাঝে স্পুটনিক উৎপাদন শুরু হলে শেয়ার বাজারেও মহার্ঘ্য হয়ে উঠবে প্যানাশিয়ার শেয়ার। ফলে বিনিয়োগের প্রশ্নে প্যানাশিয়ার রিটার্ন ভালো হওয়ারই সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে পদিচিত ফার্মা কোম্পানি সিপলার শেয়ার শেয়ারও চলতি সপ্তাহে চড়বে বলে মার্কেট-অভিজ্ঞদের মত। সোমবারই সুইস ফার্মা কোম্পানি রোশ এবং সিপলা বাজারে এনেছে কোভিড চিকিৎসার নয়া হাতিয়ার অ্যান্টিবডি ককটেল। এই অ্যান্টিবডি ককটেল গ্রহন করেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড আক্রান্ত হয়েও সুস্থ হয়ে যান বলে খবরে প্রকাশ। ভারতে এই অ্যান্টিবডি ককটেল প্রতি ডোজ ৫৯ হাজার ৭৫০ টাকায় পাওয়া যাচ্ছে। চিকিৎসক মহলের মতে দ্রুত এই ওষুধ জনপ্রিয় হবে। আর জনপ্রিয়তার এই ছাপ শেয়ার বাজারেও লক্ষ্মীর আগমন ঘটাবে। কোবিডের কারণে ঝিমিয়ে থাকা বাজার আবার অতিমারীর লাইফবোটে চড়েই ভেসে থাকবে বলে আশা প্রকাশ করছেন শেয়ার ব্রোকারদের একাংশ।

Related Articles